বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কোথায় তুমি,
আমি কোথায়
পাঠ ও পাঠভেদ:
কোথায় তুমি, আমি কোথায়,
জীবন কোন্ পথে চলিছে নাহি জানি ॥
নিশিদিন হেনভাবে আর কতকাল যাবে-
দীননাথ, পদতলে লহো টানি ॥
গীতবিতানের পূজা (উপ-বিভাগ : বিবিধ-১৩৮) পর্যায়ের ৫১৪ সংখ্যক গান ।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি পঞ্চম ভাগ (৯ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)। কুকব-ঝাঁপতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান পঞ্চবিংশ (২৫) খণ্ডের অষ্টম গান। পৃষ্ঠা ২১।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন।
সুর ও তাল:
রাগ-কুকুব। তাল-ঝাঁপতাল। স্বরবিতান-২৫
রাগ: কুকভ-বিলাবল। তাল: ঝাঁপতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯১৩)। পৃষ্ঠা : ৪৭]
রাগ: ককুভ, আলাইয়া বিলাবল। তাল: ঝাঁপতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৫।]
গ্রহস্বর-গা লয়-ঈষৎ দ্রুত।
ব্রহ্মসঙ্গীত। ধ্রুপদাঙ্গ।