বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
মোর
সন্ধ্যায়
তুমি সুন্দরবেশে এসেছ
পাঠ ও পাঠভেদ:
মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ,
তোমায় করি গো নমস্কার।
মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ,
তোমায় করি গো নমস্কার।
এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে
তোমায় করি গো নমস্কার।
এই শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে
তোমায় করি গো নমস্কার।
এই ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল-আসনে
তোমায় করি গো নমস্কার।
এই স্তব্দ তারার মৌনমন্ত্রভাষণে
তোমায় করি গো নমস্কার।
এই কর্ম-অন্তে নিভৃত পান্থশালাতে
তোমায় করি গো নমস্কার।
এই গন্ধগহন-সন্ধ্যাকুসুম-মালাতে
তোমায় করি গো নমস্কার।
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ৩ আষাঢ় ১৩২১ বঙ্গাব্দ। কলিকাতা।
রবীন্দ্রনাথের ৫৩ বৎসর ২ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের পূজা (উপ-বিভাগ : সুন্দর-৪) পর্যায়ের ৫১৯ সংখ্যক গান।
গীতিমাল্য (১৩২১ বঙ্গাব্দ)। ১১১ সংখ্যক গান। রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২১২-১৩।
স্বরবিতান চত্বারিংশ (৪০) খণ্ডের ২১ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৭-৬৯।
পত্রিকা:
আনন্দ-সঙ্গীত (অগ্রহায়ণ ১৩২৩ বঙ্গাব্দ)। ইন্দিরাদেবী-কৃত স্বরলিপি-সহ-মুদ্রিত হয়েছিল।
তত্ত্ববোধিনী [ফাল্গুন ১৮৩৬ শকাব্দ, ১৩২১ বঙ্গাব্দ। পঞ্চাশীতিতম সাম্বৎসরিক ব্রহ্মোৎসবের সায়ংকালীন অধিবেশনের প্রথম গান। পৃষ্ঠা ১৯৩।
স্বরবিতান-৪০'এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩।৩।৩ মাত্রা ছন্দে একতাল' -এ নিবদ্ধ।
গ্রহস্বর-সা।
লয়-ঈষৎ দ্রুত।