বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা: 
		
		শিরোনাম: 
		আমারে 
দিই তোমার হাতে
পাঠ ও পাঠভেদ:
আমারে দিই তোমার হাতে
নূতন ক’রে নূতন প্রাতে ॥
দিনে দিনেই ফুল যে ফোটে, তেমনি করেই ফুটে ওঠে
জীবন তোমার আঙিনাতে
নূতন ক'রে নূতন প্রাতে ॥
বিচ্ছেদেরই ছন্দে লয়ে
মিলন ওঠে নবীন হয়ে।
আলো-অন্ধকারের তীরে হারায়ে পাই ফিরে ফিরে,
দেখা আমার তোমার সাথে
নূতন ক'রে নূতন প্রাতে ॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 229 [নমুনা]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ৭ চৈত্র ১৩২০। শান্তিনিকেতন। গানটি রবীন্দ্রনাথের ৫২ বৎসর ১১ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ: