বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: 
শিরোনাম: 
 তোমায় চেয়ে আছি বসে পথের ধারে 
সুন্দর হে।
পাঠ ও পাঠভেদ:
	- 
		গীতবিতান বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: 
     
তোমায় চেয়ে আছি বসে পথের ধারে 
সুন্দর হে।
     
জমল ধুলা 
প্রাণের বীণার তারে তারে সুন্দর হে 
॥
নাই যে কুসুম,
মালা গাঁথব কিসে !  কান্নার গান বীণায় এনেছি যে,
     
দূর হতে 
তাই শুনতে পাবে অন্ধকারে সুন্দর হে 
॥
     
দিনের 
পরে দিন কেটে যায় সুন্দর হে 
॥
     
মরে হৃদয় 
কোন্ পিপাসায় সুন্দর হে।
শূন্য ঘাটে আমি 
কী-যে করি-  রঙিন পালে কবে আসবে তরী,
     
পাড়ি দেব 
কবে সুধারসের পারাবারে সুন্দর হে 
॥
	- 
	পাণ্ডুলিপির পাঠ:
- 
	পাঠভেদ: পাঠান্তর রয়েছে।
 কান্নার গান বীণায় এনেছি যে       
	: গীত-মালিকা ২ (পৌষ ১৩৩৬)
 কান্নারি গান বীণায় এনেছি সে      
	: গীতবিতান ৩ (শ্রাবণ ১৩৩৯)
 
- তথ্যানুসন্ধান
	- ক. রচনাকাল ও স্থান:
	
	২৬ ফাল্গুন ১৩৩১ বঙ্গাব্দ। শান্তিনিকেতন। গানটি রবীন্দ্রনাথের ৬২ বৎসর ১২ মাস 
	বয়সের রচনা।
 প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচী (গীততালিকা- 
	১৮৯৮)’ গ্রন্থে লিখেছেন- দক্ষিণ আমেরিকা হইতে প্রত্যবর্তনের পরের দিন 
	শান্তিনিকেতনে রচিত।
 
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	- গ্রন্থ:
	
		- 
	
		
	
		ঋতু-উৎসব [বিশ্বভারতী। ১৩৩৩ বঙ্গাব্দ। সুন্দর। গান ৫। পৃষ্ঠা:  
		১৩১-১৩২][নমুনা
		প্রথমাংশ,
		শেষাংশ]
- 
		গীতবিতান 
			
		
			- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। 
			পূজা (উপ-বিভাগ : সুন্দর-১৬) পর্যায়ের ৫৩১ সংখ্যক গান। 
 
- 
			চিরকুমার সভা 
		। আশ্বিন ১৩৩২ বঙ্গাব্দ। পঞ্চম অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। গুরুদাসের গান। পৃষ্ঠা: 
	১৮১। [নমুনা]
- চিরকুমার-সভা (চৈত্র ১৩৩২ বঙ্গাব্দ)। ৫ম অংক, ২য় দৃশ্য, গুরুদাসের গান। 
		রবীন্দ্ররচনাবলী ষোড়শ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২৬৪।
- স্বরবিতান একত্রিংশ (৩১, গীতমালিকা ২য় খণ্ড) ৬ষ্ঠ গান। পৃষ্ঠা ২৩-২৪।
 
- পত্রিকা:
	- প্রবাসী (চৈত্র ১৩৩২ বঙ্গাব্দ)। অনাদিকুমার দস্তিদার-কৃত স্বরলিপি-সহ 
	মুদ্রিত হয়েছিল।
 
- পরিবেশনা:  ১৩৩১ সালের ২৬ ফাল্গুনে শান্তিনিকেতনের বসন্তোৎসবে 
	গীত।
 
- 
	গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: 
	অনাদিকুমার দস্তিদার।প্রবাসী 
১।১৩৩২ 
বঙ্গাব্দ থকে স্বরবিতান-৩১-এ 
গৃহীত হয়েছে। 
 
- 
	
		সুর ও তাল:
			- 
স্বরবিতান-৩১-এ 
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত 
			স্বরলিপিটি ২
 
 
।৪ 
			মাত্রা ছন্দে নিবদ্ধ।- রাগ: ভৈরবী। 
			তাল: ষষ্ঠী 
			
			[রবীন্দ্রসংগীত: 
			রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।। পৃষ্ঠা: ৫৬]।
- 
			
			রাগ: ভৈরবী। তাল: ষষ্ঠী। 
			[রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা:
			
			৯৮।]
গ্রহস্বর-র্সা। 
	
	লয়-মধ্য।