বিষয়: রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা:
শিরোনাম:
এখন আমার সময় হল
পাঠ ও পাঠভেদ:

        এখন আমার সময় হল,

    যাবার দুয়ার খোলো খোলো

হল দেখা, হল মেলা, আলোছায়ার হল খেলা—

     স্বপন যে সে ভোলো ভোলো

         আকাশ ভরে দূরের গানে,

         অলখ দেশে হৃদয় টানে

ওগো সুদূর, ওগো মধুর, পথ বলে দাও পরানবঁধুর—

            সব আবরণ তোলো তোলো

  • . সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
    • স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
    • সুর ও তাল:
      • স্বরবিতান ষষ্ঠ (৬, বসন্ত) খণ্ডে (সংস্করণ চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ
      • রাগ: আশাবরী-রামকেলী। তাল: দাদরা/ষষ্ঠী [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৭]।

      • রাগ: আশাবরী। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৯]

      •             [স্বরলিপি]
    • গ্রহস্বর-মা।
    • লয়-দ্রুত।