বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
পথ এখনো শেষ হলো না,
মিলিয়ে এল দিনের ভাতি
পাঠ ও পাঠভেদ:
পথ এখনো শেষ হলো না, মিলিয়ে এল দিনের ভাতি।
তোমার আমার মাঝখানে হায় আসবে কখন আঁধার রাতি ॥
এবার তোমার শিখা আনি
জ্বালাও আমার প্রদীপখানি,
আলোয় আলোয় মিলন হবে পথের মাঝে পথের সাথি ॥
ভালো করে মুখ যে তোমার যায় না দেখা সুন্দর হে-
দীর্ঘ পথের দারুণ গ্লানি তাই তো আমায় জড়িয়ে রহে।
ছায়ায়-ফেরা ধুলায়-চলা
মনের কথা যায় না বলা,
শেষ কথাটি জ্বালবে এবার তোমার বাতি আমার বাতি ॥
পাণ্ডুলিপির পাঠ:
RBVBMS 287 [দিনেন্দ্রনাথ-কৃত স্বরলিপি-র পাণ্ডুলিপি] [নমুনা]]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ২৭ অক্টোবর ১৯২৬ খ্রীষ্টাব্দ, ১০ কার্তিক ১৩৩৩ বঙ্গাব্দ। বুডাপেস্ট @@ৃমফংয্নু, @@এৃয়লফঁ।দ
রবীন্দ্রনাথের ৬৫ বৎসর ৬ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের পূজা (উপ-বিভাগ : পথ-২৬) পর্যায়ের ৫৮৩ সংখ্যক গান।
বৈকালী (১৩৮১ বঙ্গাব্দ সং)। ৬২ সংখ্যক গান। রবীন্দ্ররচনাবলী চতুর্থ খণ্ড (পশ্চিমবঙ্গ সরকার)। পৃষ্ঠা ৮৩০-৩১।
স্বরবিতান ত্রয়োদশ (১৩) খণ্ডের ১২ সংখ্যক গান।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান-১৩-এ গৃহীত গানটি স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৪।৪ ছন্দ ; অর্থাৎ তালটি কাহারবা হিসাবে গণ্য করা যেতে পারে।
গ্রহস্বর-সা। লয়-দ্রুত।