বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
রজনীর শেষ তারা,
গোপনে আঁধারে আধো-ঘুমে
পাঠ ও পাঠভেদ:
রজনীর শেষ তারা, গোপনে আঁধারে আধো-ঘুমে
বাণী তব রেখে যাও প্রভাতের প্রথম কুসুমে।।
সেইমত যিনি এই জীবনের আনন্দরূপিণী
শেষক্ষণে দেন যেন তিনি নবজীবনের মুখ চুমে॥
এই নিশীথের স্বপ্নরাজি
নবজাগরণক্ষণে নব গানে উঠে যেন বাজি।
বিরহিণী যে ছিল রে মোর হৃদয়ের মর্ম-মাঝে
বধূবেশে সেই যেন সাজে নবদিনে চন্দনে কুঙ্কুমে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩২৮ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের ৯ তারিখে শান্তিনিকেতনে অবস্থানকালে এই গানটি রচনা করেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬০ বৎসর ৮ মাস। [সূত্র: নবগীতিকা প্রথম খণ্ড (বিশ্বভারতী, বৈশাখ ১৪১৫)]
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ
ঠাকুর
[দিনেন্দ্রনাথ
ঠাকুরকৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান চতুর্দশ (১৪, নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডে (বিশ্বভারতী, বৈশাখ ১৪১৫) গৃহীত স্বরলিপিতে গানটির রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪/৪ মাত্রা ছন্দের 'কাহারবা' তালে নিবদ্ধ।
রাগ: মিশ্র টোড়ি। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৭।
রাগ: তোড়ী, ভৈরবী। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৩।
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।