পেয়েছি ছুটি, বিদায় দেহো ভাই—
সবারে আমি প্রণাম করে যাই ॥
ফিরায়ে দিনু দ্বারের চাবি, রাখি না আর ঘরের দাবি—
সবার আজি প্রসাদবাণী চাই ॥
অনেক দিন ছিলাম প্রতিবেশী,
দিয়েছি যত নিয়েছি তার বেশি।
প্রভাত হয়ে এসেছে রাতি, নিবিয়া গেল কোণের বাতি—
পড়েছে ডাক, চলেছি আমি তাই ॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ৯ বৈশাখ ১৩১৯ বঙ্গাব্দ। শান্তিনিকেতন।
রবীন্দ্রনাথের ৫৭ বৎসর ৭-১২ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গীতবিতানের পূজা (উপ-বিভাগ : শেষ-১৫) পর্যায়ের ৫৯৮ সংখ্যক গান।
গীতলিপি ৬ষ্ঠ ভাগ ()। সুরেন্দ্র্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
গীতলেখা ২য় ভাগ ()। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল
গীতিমাল্য (১৩২১ বঙ্গাব্দ)। ২৬ সংখ্যক গান।
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৫৪-৫৫।
সঙ্গীত-গীতাঞ্জলি (১৯২৭ খ্রীষ্টাব্দ)। ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চত্বারিংশ (৪০) খণ্ডের ১৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৬০-৬১।
সুরান্তর ভিন্ন ছন্দে :স্বর-৪০'এর ৬২-৬৩' পৃষ্ঠায় দ্রষ্টব্য।
নোবেল পুরস্কারপ্রাপ্ত গীতাঞ্জলি (১৯১২ খ্রী,)। ৯৩ সংখ্যক গান।
পত্রিকা:
আনন্দসঙ্গীত (পৌষ ১৩২১ বঙ্গাব্দ)। ইন্দিরাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
প্রবাসী (জ্যৈষ্ঠ ১৩১৯ বঙ্গাব্দ)। শিরোনাম-বিদায়'। পৃষ্ঠা ২০৫। [নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুরেন্দ্র্রনাথ বন্দোপাধ্যায়। গীতলিপি ষষ্ঠ ভাগ থেকে গৃহীত (১ম স্বরলিপি।
দিনেন্দ্রনাথ ঠাকুর। গীতলেখা দ্বিতীয় ভাগ থেকে গৃহীত সুরান্তর ভিন্ন ছন্দ'-এর স্বরলিপি।
ভীমরাও শাস্ত্রী। সঙ্গীত গীতাঞ্জলি
ইন্দিরাদেবী। আনন্দ-সংগীত
দ্বিতীয় স্বরলিপিটির স্বরলিপির সাথে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ২।৩।২।৩ মাত্রা ছন্দে
ঝাঁপতাল'-এ নিবদ্ধ।
রাগ: যোগিয়া। তাল: ঝম্পক, ঝাঁপতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১১৩ ]
প্রথম স্বরলিপি :
গ্রহস্বর-সা।
লয়-ঈষৎ দ্রুত।
দ্বিতীয় স্বরলিপি:
গ্রহস্বর-সা।
লয়-ঈষৎ দ্রুত