বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা:
শিরোনাম: 
দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুর
পাঠ 
ও পাঠভেদ: 
দিনের বেলায় বাঁশি তোমার বাজিয়েছিলে অনেক সুরে-
গানের পরশ প্রাণে এল, আপনি তুমি রইলে দূরে ॥
শুধাই যত পথের লোকে এই বাঁশিটি বাজালো কে'-
নানান নামে ভোলায় তারা, নানান দ্বারে বেড়াই ঘুরে ॥
এখন আকাশ ম্লান হল, ক্লান্ত দিবা চক্ষু বোজে-
পথে পথে ফেরাও যদি মরব তবে মিথ্যা খোঁজে।
বাহির ছেড়ে ভিতরেতে আপনি লহো আসন পেতে-
     
   তোমার বাঁশি বাজাও আসি 
                
আমার প্রাণের অন্তঃপুরে
॥ 
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩ কার্তিক ১৩৩৩ বঙ্গাব্দ, ৩০ অক্টোবর ১৯২৬ খ্রীষ্টাব্দ। বুডাপেষ্ট।. Budapest, Hungary.
রবীন্দ্রনাথের ৬৫ বৎসর ৬ মাস বয়সের রচনা।
গীতবিতানের পূজা (উপ-বিভাগ : শেষ-২০) পর্যায়ের ৬০৩ সংখ্যক গান।
স্বরবিতান ষট্পঞ্চাশত্তম (৫৬) খণ্ডের ৪র্থ গান। পৃষ্ঠা ১৩-১৪।
পত্রিকা:
সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা পত্রিকা (পৌষ ১৩৩৮ বঙ্গাব্দ)। অনাদিকুমার দস্তিদার-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।