সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান,
সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।
মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।
দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো,
নিজের দীন নিঃসহায় যেন কভু না জানো।
মুক্ত করো ভয়, নিজের ’পরে করিতে ভর না রেখো সংশয়।
ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান
নীরব হয়ে, নম্র হয়ে, পণ করিয়ো প্রাণ।
মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজেরই দিয়ো কঠিন পরিচয়॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 019
পাঠভেদ: কাব্যনাট্য 'চিত্রাঙ্গদা'-কে নৃত্যনাট্যে রূপান্তরের সময় এ গানটি সামান্য পরিবর্তিত হয়ে গৃহীত হয়েছিল। নৃত্যনাট্যের সাথে সামঞ্জস্য বিধানের উদ্দেশ্যে- রবীন্দ্রনাথ গানটির প্রথম চরণে ব্যবহৃত সংকোচের' শব্দটি পরিবর্তন করে 'সন্ত্রাসের' শব্দটি গ্রহণ করেন। পাঠান্তরিত সন্ত্রাসের বিহ্বলতায়- গানটি নৃত্যনাট্যে ব্যবহৃত হয়েছে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
RBVBMS 019
পাণ্ডুলিপিতে গানটির নিচে তারিখে উল্লেখ আছে- ৭ই পৌষ/১৩৩৬। এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল-
রবীন্দ্রনাথের ৬৮ বৎসর
৮ মাস।
শান্তিদেব ঘোষ তাঁর রবীন্দ্রসংগীত গ্রন্থে পৃষ্ঠা ২০৩
গানটির রচনার পটভুমি নিয়ে লিখেছেন -
'১৩৩৭
সালে গুরুদেব জাপানী যুযুৎসু- পলোয়ান টাকাগাকীকে শান্তিনিকেতনে আনিয়ে
যুযুত্সু শিক্ষার প্রবর্তন করেন।
এ বিষয়ে দেশবাসীকে উৎসাহিত করার জন্য নানা স্থানে
প্রদশনীরও ব্যবস্থা করিয়েছিলেন।
এই-সব প্রদর্শনীরই
উদ্বোধন-সংগীতরূপে রচিত হয়
'সংকোচের
বিহ্বলতা নিজের অপমান';
গানটি প্রথম গাওয়া হয়
১৩৩৮ সালে কলকাতার
নিউ
এম্পায়ার
রঙ্গমঞ্চে।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: স্বদেশ ১১, পৃষ্ঠা: । [নমুনা]
চিত্রাঙ্গদা (৮ ফাল্গুন ১৩৪২ বঙ্গাব্দ)। অভিনয়কালে প্রকাশিত মুদ্রিত পুস্তিকা।
চিত্রাঙ্গদা
(বৈশাখ ১৩৪৩ বঙ্গাব্দ)। চতুর্থ দৃশ্য, গ্রামবাসীগণ-এর গান।
রবীন্দ্ররচনাবলী পঞ্চবিংশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৪৮।
স্বরবিতান সপ্তদশ (১৭,
চিত্রাঙ্গদা)
খণ্ডে গ্রামবাসীর গান হিসাব
সন্ত্রাসের পাঠান্তরে
গৃহীত হয়েছে,
বাণী অংশ : পৃষ্ঠা ৩২-৩৩,
স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৯৫-৯৮।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: গানটি
রবীন্দ্রনাথের ৭৪ বৎসর ১১ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান সপ্তদশ (১৭, চিত্রাঙ্গদা) খণ্ডে (বিশ্বভারতী, বঙ্গাব্দ) গৃহীত 'সন্ত্রাসের বিহ্বলতা নিজেরে অপমান' গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ : ইমন কল্যান। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮০।
রাগ: ইমন। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৯।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: র্সা।
লয়: অতি দ্রুত।