বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আগে চল্,
আগে চল্ ভাই
পাঠ ও পাঠভেদ:
আগে চল্, আগে চল্ ভাই!
পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে,
বেঁচে মরে কিবা ফল ভাই!
আগে চল্, আগে চল্ ভাই॥
প্রতি নিমেষেই যেতেছে সময়,
দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়—
‘সময় সময়’ ক’রে পাঁজি পুঁথি ধ’রে
সময় কোথা পাবি বল্ ভাই!
আগে চল্, আগে চল্ ভাই॥
পিছায়ে যে আছে তারে ডেকে নাও
নিয়ে যাও সাথে করে—
কেহ নাহি আসে, একা চলে যাও
মহত্ত্বের পথ ধরে।
পিছু হতে ডাকে মায়ার কাঁদন,
ছিঁড়ে চলে যাও মোহের বাঁধন—
সাধিতে হইবে প্রাণের সাধন,
মিছে নয়নের জল ভাই!
আগে চল্, আগে চল্ ভাই॥
চিরদিন আছি ভিখারির মতো
জগতের পথপাশে—
যারা চলে যায় কৃপাচোখে চায়,
পদধুলা উড়ে আসে।
ধুলিশয্যা ছেড়ে ওঠো ওঠো সবে
মানবের সাথে যোগ দিতে হবে—
তা যদি না পারো চেয়ে দেখো তবে
ওই আছে রসাতল ভাই!
আগে চল্, আগে চল্ ভাই॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায় নি।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটি রবীন্দ্রনাথের ২৬ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ চতুর্থ খণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), জাতীয় সঙ্গীত। পৃষ্ঠা: ১৫৩-১৫৫। [১৫৩, ১৫৪, ১৫৫]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। বেহাগ। পৃষ্ঠা: ৪৪৪-৪৪৫][নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
গান
সিটী বুক সোসাইটী (১৩১৫ বঙ্গাব্দ)। জাতীয় সঙ্গীত
ইন্ডিয়ান প্রেস (১৩১৬ বঙ্গাব্দ)। জাতীয় সঙ্গীত
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১২৩-১২৪] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। স্বদেশ পর্যায়ের ১৮ সংখ্যক গান।
ভারততীর্থ (শ্রাবণ ১৩৫৪)।
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)
সঙ্গীত-প্রকাশিকা (আশ্বিন ১৩১২ বঙ্গাব্দ)।
স্বরবিতান সপ্তচত্বারিংশ (৪৭) খণ্ডের ৩ সংখ্যক গান। পৃষ্ঠা ১৫-১৭।
পত্রিকা:
ভারতী ও বালক (বৈশাখ ১২৯৪)। বেহাগ।
সাধনা (অগ্রহায়ণ ১২৯৯ বঙ্গাব্দ)। ইন্দিরাদেবীকৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল।
পরিবেশনা: ডাক্তার প্রসন্নকুমার রায় কর্তৃক আহূত কলেজের ১২৯৩ সালে কলেজের ছাত্রসম্মিলনীতে ইস্টার উৎসব উপলক্ষে গীত হয়েছিল। শান্তিদেব ঘোষের রবীন্দ্রসঙ্গীত গ্রন্থ মতে- রবীন্দ্রনাথ নিজেই গানটি গেয়েছিলেন।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি:
স্বরলিপিকার: ইন্দিরাদেবী চৌধুরানী।
সুর ও তাল:
স্বরবিতান ৪৭ খণ্ডে গৃহীত গানে রাগ তালের উল্লেখ নেই। গানটি ৩।৩। ছন্দে নিবদ্ধ। এই বিচারে গানটি দাদরা নিবদ্ধ হিসাবে গণ্য করা যায়।
রাগ: বেহাগ। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৫]।
রাগ: বেহাগ। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৮]
গ্রহস্বর: না।
লয়: দ্রুত।