বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: আনন্দগান উঠুক তবে বাজি

আনন্দধ্বনি জাগাও গগনে।

                     কে আছ জাগিয়া পুরবে চাহিয়া,

          বলো ‘উঠ উঠ’ সঘনে   গভীরনিদ্রামনে॥

হেরো   তিমিররজনী যায় ওইহাসে উষা নব জ্যোতির্ময়ী—

                        নব আনন্দে, নব জীবনে,

          ফুল্ল কুসুমে, মধুর পবনে, বিহগকলকূজনে॥

হেরো   আশার আলোকে জাগে শুকতারা উদয়-অচল-পথে,

          কিরণকিরীটে তরুণ তপন উঠিছে অরুণরথে—

চলো যাই কাজে মানবসমাজে,   চলো বাহিরিয়া জগতের মাঝে—

          থেকো না মগন শয়নে, থেকো না মগন স্বপনে॥

          যায়   লাজ ত্রাস, আলস বিলাস কুহক মোহ যায়।

          ঐ   দূর হয় শোক সংশয় দুঃখ স্বপনপ্রায়।

ফেলো জীর্ণ চীর, পরো নব সাজ,   আরম্ভ করো জীবনের কাজ—

          সরল সবল আনন্দমনে, অমল অটল জীবনে॥