বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
বাংলার মাটি,
বাংলার জল
পাঠ ও পাঠভেদ:
বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল—
পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান॥
বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ—
পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান॥
বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা—
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান॥
বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন—
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান॥
পাণ্ডুলিপির পাঠ: MS_110। রাখীসঙ্গীত [নমুনা]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটি রবীন্দ্রনাথের ৪৪ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের স্বদেশ পর্যায়ের ২০ সংখ্যক গান।
বাউল (আশ্বিন ১৩১২)। রাখীসঙ্গীত -১।
সঙ্গীত-প্রকাশিকা (আশ্বিন ১৩১২ বঙ্গাব্দ)। ইন্দিরাদেবীকৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল।
গান (১৩১৬)।
স্বরবিতান ষট্চত্বারিংশ (৪৬) খণ্ডের গান।
পত্রিকা:
ভাণ্ডার (ভাদ্র-আশ্বিন ১৩১২)। রাখীসঙ্গীত -১।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: ইন্দিরাদেবী ।
সুর ও তাল: