বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
জননীর দ্বারে আজি
ওই শুন গো শঙ্খ বাজে।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
জননীর দ্বারে আজি ওই শুন গো শঙ্খ
বাজে।
থেকো না থেকো না
,
ওরে ভাই,
মগন মিথ্যা কাজে॥
অর্ঘ্য ভরিয়া আনি ধারে গো পুজার থালি,
রতনপ্রদীপখানি যতনে আনো গো জ্বালি,
ভরি লয়ে দুই পাণি বহি আনো ফুলডালি,
মার আহবানবাণী রটাও ভুনমাঝে॥
আজি প্রসন্ন পবনে নবীন জীবন ছুটিছে।
আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে।
আজি উজ্জ্বল ভালে তোলো উন্নত মাথা,
নবসঙ্গীততালে গাও গম্ভীর-গাথা,
পরো মাল্য কপালে নবগপল্লব-গাঁথা
শুভ সুন্দর কালে সাজো সাজো নব সাজে॥
-
পাণ্ডুলিপির
পাঠ: পাণ্ডুলিপি নাই
-
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
প্রভাতকুমার মুখোপধ্যায় রচিত গীতবিতান কালানুক্রমিক সূচী গ্রন্থে- গানটি
রবীন্দ্রনাথের ৪২ বয়সের রচনা হিসাবে উল্লেখ আছে।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২২২-২২৩]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতানের স্বদেশ
পর্যায়ের ৩৭
সংখ্যক গান।
-
ভারতীতীর্থ
(শ্রাবণ ১৩৫৪ বঙ্গাব্দ)।
ইন্দিরাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত
হয়েছিল।
-
স্বরবিতান
ষট্চত্বারিংশ
(৪৬)খণ্ডের ১৪ সংখ্যক গান হিসাবে গৃহীত হয়েছে। পৃষ্ঠা
৪৯-৫১।
[নমুনা]
-
পত্রিকা:
-
বিশ্বভারতী
পত্রিকা (পৌষ ১৩৪৯ বঙ্গাব্দ)।
ইন্দিরাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
ইন্দিরাদেবী।
স্বরলিপিটি বিশ্বভারতী পত্রিকা থেকে স্বরবিতান-৪৬এ গৃহীত হয়েছে।
- সুর ও তাল:
-
স্বরবিতান-১৪এ গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে,
৪।৪।৪
ছন্দ ;
অর্থাৎ
তালটি চতুর্মাত্রিক
একতাল
হিসাবে গণ্য করা
যেতে পারে।
গ্রহস্বর-নর্সা।
- রাগ: হাম্বীর।
তাল: কাহারবা।[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)।
পৃষ্ঠা: ৫১]।
- রাগ: হাম্বীর।
তাল: একতাল (চতুর্মাত্রিক )
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য
সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৯১]