বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:  জননীর দ্বারে আজি ওই শুন গো শঙ্খ বাজে।
পাঠ ও পাঠভেদ:
           জননীর দ্বারে আজি ওই শুন গো শঙ্খ বাজে।
           থেকো না থেকো না , ওরে ভাই, মগন মিথ্যা কাজে॥
              অর্ঘ্য ভরিয়া আনি ধারে গো পুজার থালি,
              রতনপ্রদীপখানি যতনে আনো গো জ্বালি,
              ভরি লয়ে দুই পাণি বহি আনো ফুলডালি,
                 মার আহবানবাণী রটাও ভুনমাঝে॥
           আজি প্রসন্ন পবনে নবীন জীবন ছুটিছে।
           আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে।
              আজি উজ্জ্বল ভালে তোলো উন্নত মাথা,
              নবসঙ্গীততালে গাও গম্ভীর-গাথা,
              পরো মাল্য কপালে নবগপল্লব-গাঁথা
                   শুভ সুন্দর কালে সাজো সাজো নব সাজে॥