বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
জননীর দ্বারে আজি
ওই শুন গো শঙ্খ বাজে।
পাঠ ও পাঠভেদ:
জননীর দ্বারে আজি ওই শুন গো শঙ্খ বাজে।
থেকো না থেকো না, ওরে ভাই, মগন মিথ্যা কাজে॥
অর্ঘ্য ভরিয়া আনি ধারে গো পুজার থালি,
রতনপ্রদীপখানি যতনে আনো গো জ্বালি,
ভরি লয়ে দুই পাণি বহি আনো ফুলডালি,
মার আহবানবাণী রটাও ভুনমাঝে॥
আজি প্রসন্ন পবনে নবীন জীবন ছুটিছে।
আজি প্রফুল্ল কুসুমে নব সুগন্ধ উঠিছে।
আজি উজ্জ্বল ভালে তোলো উন্নত মাথা,
নবসঙ্গীততালে গাও গম্ভীর-গাথা,
পরো মাল্য কপালে নবগপল্লব-গাঁথা
শুভ সুন্দর কালে সাজো সাজো নব সাজে॥
পাণ্ডুলিপির পাঠ: পাণ্ডুলিপি নাই
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), জাতীয় সঙ্গীত। পৃষ্ঠা: ১৫৯-১৬১। [১৫৯, ১৬০, ১৬১]
কাব্যগ্রন্থ ৮ম খণ্ডে (আশ্বিন ১৩১০ বঙ্গাব্দ)। হাক্বীর-একতালা।
গীতবিতান
ভারতীতীর্থ (শ্রাবণ ১৩৫৪ বঙ্গাব্দ)। ইন্দিরাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান ষট্চত্বারিংশ (৪৬)খণ্ডের ১৪ সংখ্যক গান হিসাবে গৃহীত হয়েছে। পৃষ্ঠা ৪৯-৫১।
পত্রিকা:
বিশ্বভারতী পত্রিকা (পৌষ ১৩৪৯ বঙ্গাব্দ)। ইন্দিরাদেবী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী। স্বরলিপিটি বিশ্বভারতী পত্রিকা থেকে স্বরবিতান-৪৬এ গৃহীত হয়েছে।
সুর ও তাল:
স্বরবিতান-১৪এ গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৪।৪।৪ ছন্দ ; অর্থাৎ তালটি চতুর্মাত্রিক একতাল হিসাবে গণ্য করা যেতে পারে। গ্রহস্বর-নর্সা।