শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান।
সব দুর্বল সংশয় হোক অবসান।
চির- শক্তির নির্ঝর নিত্য ঝরে
লহ’ সে অভিষেক ললাট ’পরে।
তব জাগ্রত নির্মল নূতন প্রাণ
ত্যাগব্রতে নিক দীক্ষা,
বিঘ্ন হতে নিঘ দীক্ষা―
নিষ্ঠুর সস্কট সম্মান।
দুঃখই হোক তব বিত্ত মহান।
চল’ যাত্রী, চল’ দিনরাত্রি―
কর’ অমৃতলোকপথ অনুসন্ধান।
জড়তাতামস হও উত্তীর্ণ,
ক্লান্তিজাল কর’ দীর্ণ বিদীর্ণ―
দিন-অন্তে অপরাজিত চিত্তে
মৃত্যুতরণ তীর্থে কর’ স্নান॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১১ মাঘ ১৩৪৩ বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের ৭৫ বৎসর ৯ মাস বয়সে প্রথম রচিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩), পর্যায়: স্বদেশ, গান সংখ্যা ৪০, পৃষ্ঠা: । [নমুনা]
স্বরবিতান সপ্তচত্বারিংশ (৪৭) খণ্ডের ২৪ সংখ্যক গান হিসাবে গৃহীত হয়েছে। পৃষ্ঠা ৯৩-৯৫।
পত্রিকা:
প্রবাসী (আষাঢ় ১৩৪৪ বঙ্গাব্দ)। শান্তিদেব ঘোষ-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
ভারততীর্থ (শ্রাবণ ১৩৫৪ বঙ্গাব্দ)। শান্তিদেব ঘোষ-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: গানটি
রবীন্দ্রনাথের ৭৬ বৎসর ২ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল।
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গানটি
রচিত হয়েছিল।
১৩৪৩ বঙ্গাব্দের
মাঘোৎসবে গানটি প্রথম গীত হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ। স্বরলিপিটি ভারততীর্থ থেকে স্বরবিতান-৪৭এ গৃহীত হয়েছে।
সুর ও তাল:
স্বরবিতান সপ্তচত্বারিংশ (৪৭) খণ্ডে গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে 'কাহারবা' তালে নিবদ্ধ।
রাগ : মিশ্র মল্লার। তাল : কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৮।
রাগ: কাফি, কানাড়া। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৬।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: র্সা।
লয়: