সাধন কি মোর আসন নেবে হট্টগোলের কাঁধে?
খাঁটি জিনিস হয় রে মাটি নেশার পরমাদে॥
কথায় তো শোধ হয় না দেনা, গায়ের জোরে জোড় মেলে না—
গোলেমালে ফল কি ফলে জোড়াতাড়ার ছাঁদে?।
কে বলো তো বিধাতারে তাড়া দিয়ে ভোলায়?
সৃষ্টিকরের ধন কি মেলে জাদুকরের ঝোলায়?
মস্ত-বড়োর লোভে শেষে মস্ত ফাঁকি জোটে এসে,
ব্যস্ত-আশা জড়িয়ে পড়ে সর্বনাশার ফাঁদে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ৩ মাঘ ১৩২৮ (১৭ জানুয়ারি, ১৯২২)। শান্তিনিকেতন। রবীন্দ্রনাথের ৬০ বৎসর ৯ মাস বয়সের রচনা। গানটি অসহযোগ আন্দোলনের সময়ে রচিত।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: স্বদেশ ৪৬, পৃষ্ঠা: । [নমুনা]
শঙ্খ (২৯ ফাল্গুন ১৩২৮)।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: রবীন্দ্রনাথের
৬০
বৎসর ১০
মাস বয়সে
প্রকাশিত
হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: স্বরলিপি নাই।