বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ২৩
শিরোনাম:
মাধব, না কহ আদরবাণী, না কর প্রেমক নাম।
পাঠ ও পাঠভেদ: গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১৬।
মাধব, না কহ আদরবাণী, না কর প্রেমক নাম।
জানয়ি মুঝকো অবলা সরলা ছলনা না কর শ্যাম।
কপট, কাহ তুঁহু ঝূট বোলসি,
পীরিত করসি তু মোয়।
ভালে ভালে হম অলপে চিহ্ননু, না পতিয়াব রে তোয়।
ছিদল-তরী-সম কপট প্রেম-’পর
ডারনু যব মন প্রাণ,
ডুবনু ডুবনু রে ঘোর সায়রে,
অব কুত নাহিক ত্রাণ।
মাধব, কঠোর বাত হমারা মনে লাগল কি তোর?
মাধব, কাহ তু মলিন করলি মুখ, ক্ষমহ গো কুবচন মোর!
নিদয় বাত অব কবহুঁ ন বোলব, তুঁহুঁ মম প্রাণক প্রাণ।
অতিশয় নির্মম ব্যথিনু হিয়া তব ছোড়য়ি কুবচনবাণ।
মিটল মান অব— ভানু হাসতহিঁ
হেরই পীরিতলীলা।
কভু অভিমানিনী, আদরিণী কভু পীরিতিসাগর বালা॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাঠ পাওয়া যায় নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথ ইংল্যাণ্ডে পৌঁছেছিলেন ১৮৭৮ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে। বিলেতে থাকাকালীন সময়ে ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথের বেশ কিছু রচনা প্রকাশিত হয়েছিল। ভারতী পত্রিকার বৈশাখ ১৮৮৬ সংখ্যায় প্রকাশিত 'মাধব, না কহ আদর বাণী' গানটি ইংল্যাণ্ডে- না কি ভারতে বসে লিখেছিলেন, তা জানা যায় না। তবে প্রকাশের বিচারে এই গানটির কালনির্দেশ করলে দাঁড়ায়- ১৭ বৎসর ১২ মাস।
রাগ: বাহার। তাল: স্বরলিপি নাই। [দ্রষ্টব্য: বিশ্ববিদ্যাতীর্থপ্রাঙ্গণ] [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১২৭।]