হম যব না রব, সজনী,
নিভৃত বসন্তনিকুঞ্জবিতানে
আসবে নির্মল রজনী—
মিলনপিপাসিত আসবে যব, সখি,
শ্যাম হমারি আশে,
ফুকারবে যব 'রাধা রাধা'
মুরলি ঊরধ শ্বাসে,
যব সব গোপিনী আসবে ছুটই, যব হম আওব না,
যব সব গোপিনী জাগবে চমকই, যব হম জাগব না,
তব কি কুঞ্জপথ হমারি আশে হেরবে আকুল শ্যাম।
বন বন ফেরই সো কি ফুকারবে 'রাধা রাধা' নাম।
না যমুনা, সো এক শ্যাম মম, শ্যামক শত শত নারী—
হম যব যাওব শত শত রাধা চরণে রহবে তারি।
তব্ সখি যমুনে, যাই নিকুঞ্জে, কাহে তয়াগব দে?
হমারি লাগি এ বৃন্দাবনমে, কহ সখি, রোয়ব কে।
ভানু কহে চুপি, মানভরে রহে, আও বনে ব্রজনারী—
মিলবে শ্যামক থরথর আদর, ঝরঝর লোচনবারি।
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
পাঠভেদ:
ভারতী পত্রিকায় প্রকাশের
সময়, গানটির ছত্র সংখ্যা ছিল ৫৬টি। ভানুসিংহ ঠাকুরের পদাবলীর প্রথম সংস্করণ
(আষাঢ় ১২৯১ বঙ্গাব্দ)-এ গানটির এই পাঠই ছিল। ১৩০৩
বঙ্গাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থাবলীতে অন্তর্ভুক্ত পাঠে ৩২টি ছত্র পরিত্যক্ত হয়
এবং ৩টি ছত্র পুনরায় লেখা হয়। গীতবিতানে ২৭টি গৃহীত হয়েছে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ভারতী
পত্রিকার 'বৈশাখ ১২৮৭'
সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। অনুমান করা যায়, গানটি ভারতী পত্রিকায়
প্রকাশের পূর্বেই রচনা করেছিলেন।
ভারতী পত্রিকায়
প্রকাশের সময় (বৈশাখ ১২৮৭) রবীন্দ্রনাথের বয়স ছিল - ১৮ বৎসর ১২ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। কৈশোরক। ভানুসিংহ ঠাকুরের পদাবলী। শিরোনাম 'সংশয়'। পৃষ্ঠা: ২৬] কাব্যগ্রন্থাবলী (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০৩)। [নমুনা]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১৯, পৃষ্ঠা: । [নমুনা]
ভানুসিংহ ঠাকুরের পদাবলী (আষাঢ় ১২৯১ বঙ্গাব্দ) ১৮ সংখ্যক গান। [রবীন্দ্ররচনাবলী দ্বিতীয় খণ্ড। বিশ্বভারতী (শ্রাবণ ১৩৯১)। পৃষ্ঠা ২৩-২৪।]
পত্রিকা:
ভারতী (অগ্রহায়ণ ১২৮৭ বঙ্গাব্দ)। ভারতী পত্রিকায় এই পদটি যেভাবে প্রকাশিত হয়েছিল, তা পরিমার্জিত হয়ে গীতবিতানে গৃহীত হয়েছে।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: গানটি
রবীন্দ্রনাথের ৫৩ বৎসর ১১ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি: গানটির সুর হিসেবে বেহাগ উল্লেখ থাকলেও, পরে সুরটি আর পাওয়া যায় নি।
সুর ও তাল:
রাগ : বেহাগ। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৩।
রাগ: বেহাগ। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৪।
বিষয়াঙ্গ: