বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
বঁধুয়া, হিয়া’পর আও রে

পাঠ ও পাঠভেদ: গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৬।

                                           

        বঁধুয়া, হিয়া’পর আও রে!

মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি,   হমার মুখ-’পর চাও রে!
যুগ-যুগ-সম কত দিবস ভেল গত,
 শ্যাম, তু আওলি না—
চন্দ-উজর মধু-মধুর কুঞ্জ-’পর  
মুরলি বজাওলি না!
লয়ি গলি সাথ বয়ানক হাস রে,  
লয়ি গলি নয়ন-আনন্দ!
শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয় মন,   
কঁহি তব  মুখচন্দ!
ইথি ছিল আকুল গোপনয়নজল,  
কথি ছিল  তব হাসি!
ইতি ছিল নীরব বংশীবটতট,   
কথি ছিল  তব বাঁশি!
তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ   ক্ষণে ভেল অবসান
লেশ হাসি তুঝ দূর করল রে,  
বিপুল খেদ-অভিমান

ধন্য ধন্য রে, ভানু গাহিছে,   প্রেমক নাহিক ওর

হরখে পুলকিত জগত-চরাচর  দুঁহুঁক প্রেমরস-ভোর

  • তথ্যানুসন্ধান

    • ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১২৯১ বঙ্গাব্দের ১৮ আষাঢ় তারিখে প্রকাশিত হয় ভানুসিংহ ঠাকুরের পদাবলী  গ্রন্থটি। ভারতী পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত ১৩টি কবিতা ও নতুন ৮টি কবিতা নিয়ে- ১২৯১ বঙ্গাব্দের আষাঢ় মাসে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল, তার নাম দেওয়া হয়েছিল ভানুসিংহ ঠাকুরের পদাবলী  এই গ্রন্থটির প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল- ২৩ বৎসর ২ মাস। আলোচ্য গানটি এই গ্রন্থেই প্রথম প্রকাশিত হয়।
       

    • . প্রকাশ ও গ্রন্থভুক্তি:
      • গ্রন্থ:
        • কাব্যগ্রন্থ প্রথম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৯১৫ খ্রিষ্টাব্দ)। ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৬। পৃষ্ঠা: ৩৩৪-৩৩৫।
        • কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। কৈশোরক। ভানুসিংহ ঠাকুরের পদাবলী। শিরোনাম 'মিলন'। পৃষ্ঠা: ২১] [নমুনা]
        • গীতবিতান
          • অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৬।
          • গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০)
        • ভানুসিংহ ঠাকুরের পদাবলী
          • প্রকাশক রবীন্দ্রনাথ, আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯১ বঙ্গাব্দ)। ভৈরবী। পৃষ্ঠা: ১৪-১৬। [নমুনা ১৪, ১৫, ১৬]
          • রবীন্দ্ররচনাবলী দ্বিতীয় খণ্ড। বিশ্বভারতী (শ্রাবণ ১৩৪৬)। সংখ্যক পদ। পৃষ্ঠা ১০-১১]
             
  • গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: গানটির সুর পাওয়া যায় নি।