একাদশী
এটি একটি রবীন্দ্র-প্রবর্তিত 
তাল। ধারণা 
করা হয়,  'দুয়ারে 
দাও মোরে রাখিয়া'
গানটি ১৩০৯
বঙ্গাব্দের 
মাঘোৎসব উপলক্ষে রচিত এবং এই উৎসবের সায়ংকালীন 
অধিবেশনে 
গান পরিবেশিত হয়েছিল।
এই গানে ব্যবহৃত তালটি 'একাদশী' নামে পরিচিত। 
এই তালটি 
রবীন্দ্রনাথের 
সৃষ্টি। নিজের তালে রচিত গান রচনার ক্ষেত্রে- এটিই ছিল 
তাঁর প্রথম প্রয়াস। 
এই তালটি সম্পর্কে 
স্বরবিতান চতুর্থ খণ্ডের ২৫ পৃষ্ঠার পাদটীকায় লিখিত হয়েছে,-
ইহা রবীন্দ্রসংগীতে ব্যবহৃত একটি নূতন তাল। ইহাতে এগারোটি মাত্রা আছে 
; 
এজন্য ইহার নাম 
একাদশী'। 
মৃদাঙ্গবাদকগণ তাঁহাদের ইচ্ছানুসারে এই তালের ঠেকা গঠন করিয়া লইতে পারেন।''
নিচে 
তালটির একটি ঠেকা দেওয়া 
হলো।
 
| + | ২ | ৩ | ৪ | 
 | |||||||||
| ধা | দেন | তা | । | তেটে | কতা | । | গদি | ঘেনে | । | ধাগে | তেটে | তাগে | তেটে | 
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | |||
উল্লেখ্য এই তালে রচিত গানের সংখ্যা মাত্র এই একটিই। 
গানটি হলো—
১. দুয়ারে দাও মোরে রাখিয়া [পূজা-১১৭] [তথ্য] ।