অভিমান
বানান বিশ্লেষণ:
অ+ভ্+ই+ম্+আ+ন্+অ
উচ্চারণ: [ə.bʰi.ma.nə]
[অ.ভি.মা.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত
অভিমান>বাংলা অভিমান।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: অভি -√মন্
(পরিমাণ করা) +অ (ঘঞ্),
ভাববাচ্য।
পদ:
বিশেষ্য।
অর্থ:
১. আপনার প্রতি যে মান।
২. প্রিয়জনের আঘাতের কারণে আহত আত্মসম্মানবোধ থেকে সৃষ্ট মনোবিকার।
৩. আত্মসম্মান, গৌরব
উদাহরণ: লেশ হাসি তুঝ দূর করল রে, বিপুল খেদ-অভিমান। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬। ১০]