অব
বানান বিশ্লেষণ:
অ
+ব্+অ
উচ্চারণ:
[
ə
.
bə
]
[
অ.ব
]।
[
ə
=
তীর্যক অ]
শব্দ-উৎস:
মৈথিল অব>বাংলা অব
পদ:
ক্রিয়া-বিশেষণ।
অর্থ:
কালাধিকরণে যা বর্তমান অবস্থাকে নির্দেশ করে।
সমার্থক শব্দাবলি:
এখন, এ সময়।
উদাহরণ:
কনকহার অব পহিরলি কণ্ঠে, কথি ফেকলি বনমালা !
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১৩]
সখি রে, উচ্ছল প্রেমভরে অব ঢলঢল বিহ্বল প্রাণ
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১। ৭]
ভানু কহে
— অতি গহন রয়ন অব, বসন্তসমীরশ্বাসে
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।১১]
নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহ রহই দূর মথুরায়
—
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৯]
ভণে ভানু —অব শুন গো কানু, পিয়াসিত গোপিনিপ্রাণ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৯।১১]
ভানু
কহত,
অতি
গহন
রয়ন
অব
,
বসন্তসমীরশ্বাসে
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।১১]
সখি
রে
,
উচ্ছল
প্রেমভরে
অব
ঢল
ঢল
বিহ্বল
প্রাণ
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।৭]
সজনি অব উজার মঁদির কনকদীপ জ্বালিয়া
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫
।৭]
হিয়ে হিয়ে অব রাখত মাধব
, সো দিন আসব সখি রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান)।
৩।১৩]