অবলা
বানান বিশ্লেষণ: অ+ব্+অ+ল্+আ
উচ্চারণ: [ə..la] [অ.ব.লা]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত অবল>বাংলা অবল>অবলা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (নাই) বল যাহার/বহুব্রীহি সমাস+আ
পদ: বিশেষণ।
অর্থ: বল নাই এই অর্থ এই অর্থে অবল। স্ত্রীলিঙ্গ অবলা।
সমার্থক শব্দাবলী: বলহীনা, দুর্বলা, শক্তিহীনা।

উদাহরণ: কুঞ্জপথে, সখি, কৈস যাওব অবলা কামিনী রে। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।২]