অবসান
বানান বিশ্লেষণ:
অ
+
ব্+অ+
স্+আ+ন্+অ
উচ্চারণ:
[
ə
.
bə
.
sa
.
n
ə
]
[
অ.ব.সা.ন
]।
[
ə
=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
অবসান
>
বাংলা
অবসান
।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অব-
√
সো
(শেষ)
+
অন্ (ল্যুট), ভাববাচ্য
পদ:
বিশেষ্য।
অর্থ:
যার সমাপ্তি ঘটেছে।
সমার্থক শব্দাবলি:
শেষ, সমাপ্তি
উদাহরণ:
তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ ক্ষণে ভেল অবসান।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।
৯
]