আধিভরাতুর
বানান বিশ্লেষণ: +ধ্+ই+ভ্+অ+র্+আ+ত্+উ+র্+অ
উচ্চারণ: [a.ʰi.
ə.ra.u.rə] [আ.ধি.ভ.রা.তু.র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত
আধি>বাংলা আধি+সংস্কৃত ভরাতুর>বাংলা ভরাতুর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ।
অর্থ: আধি (আহিত)  ভরা (পূর্ণ) আতুর (বিহ্বল বা আবিষ্ট)। পূর্ণ-বিহ্বলতায়।

উদাহরণ: সখি লো দারুণ আধিভরাতুর এ তরুণ যৌবন মোর [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৩।৭]