অঘোর
বানান বিশ্লেষণ: +ঘ্+ও+
র্+অ
উচ্চারণ: [ə.o.rə] [অ.ঘো.র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত অঘোর>বাংলা অঘোর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ:
যা হতে ঘোর (ভয়ানক) হতে পারে না।
সমার্থক শব্দাবলি: অতি ভয়ানক, দুর্বিসহ।
উদাহরণ:
সখি লো দারুণ প্রণয়হলাহল জীবন করল অঘোর [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।৮]