১. বর্তমান দিন।
সমার্থক শব্দাবলি: আজ, আজু।
উদাহরণ: আজু যশোদা, পুত্র প্রসবিল। শ্রীকৃষ্ণমঙ্গল।
২. বর্তমান, চলমান
সমার্থক শব্দাবলি: আজ, আজু।
উদাহরণ:
- আজু রজনী। গোবিন্দদাস পদাবলী। অক্ষয়চন্দ্র সরকার সম্পাদিত। ১২৮৫
- আজু, সখি, মুহু মুহু গাহে পিক কুহু কুহু [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১১।১]