আজু
বানান বিশ্লেষণ:আ+জ্+উ
উচ্চারণ:[
a.ɟu] [আ.জু] । 
শব্দ-উৎস: সংস্কৃত অদ্য>পালি, প্রাকৃত অজ্জ>মৈথিলি অজু, আজু>প্রাচীন বাংলা আজু।
পদ: বিশেষ্য
অর্থ:
১. বর্তমান দিন।
সমার্থক শব্দাবলি:
আজ, আজু।
উদাহরণ: আজু যশোদা, পুত্র প্রসবিল। শ্রীকৃষ্ণমঙ্গল।

২. বর্তমান, চলমান
সমার্থক শব্দাবলি: আজ, আজু।
উদাহরণ: