আকাশ
বানান বিশ্লেষণ: +ক্+আ+শ্+অ
উচ্চারণ: [a.ka.ʃə ] [আ.কা.]।   [ə= তীর্যক অ। আ দীর্ঘ হবে]
শব্দ-উৎস:
সংস্কৃত আকাশ>বাংলা কাশ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: আ+ কাশ্ (দীপ্তি পাওয়া) +অ (ঘঞ্), অধিকরণ সমাস।
পদ: বিশেষ্য
অর্থ: যা বিস্তারিতরূপে প্রকাশিত এবং দীপ্তিমান।
সমার্থক শব্দাবলি: অন্তরীক্ষ, গগন।