আকুল
বানান বিশ্লেষণ:
আ+ক্+উ+ল্+অ
উচ্চারণ:
[a.ku.lə]
[আ.কু.ল]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: আকুল>বাংলা আকুল।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: আ-কুল {√কুল্
(মৈত্রীকরণ) +অ
(ক),
কর্তৃবাচ্য}
পদ: বিশেষণ।
অর্থ:
১. যা কোনো স্বাভাবিক দশাকে অতিক্রম করে উতলা করে।
সমার্থক শব্দাবলি: অধীর, অশান্ত, আকুল, উতলা, ক্ষুভিত।
উদাহরণ:
শুন শুন সজনী, হৃদয় প্রাণ মম হরখে আকুল ভেল। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।৩]
আকুল জীবন থেহ ন মানে অহরহ জ্বলত হুতাশে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।৯]
ইথি ছিল আকুল গোপনয়নজল, কথি ছিল ও তব হাসি! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।৭]
২. যা স্বাভাবিক দশাকে অতিক্রম করে অবিন্যস্ত করে তোলে এমন।
সমার্থক শব্দাবলি: অবদ্ধ, অবিন্যস্ত, বিলুলিত, এলো।
উদাহরণ:
ভূমিশয়ন-'পর আকুল কুন্তল, কাঁদই আপন ভুলে । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৬]