আকুল
বানান বিশ্লেষণ: +ক্+উ+ল্+অ
উচ্চারণ: [a.ku.lə] [আ.কু.ল]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: আকুল>বাংলা আকুল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: আ-কুল {
কুল্ (মৈত্রীকরণ) +অ (ক), কর্তৃবাচ্য}
পদ: বিশেষণ।
অর্থ:

১. যা কোনো স্বাভাবিক দশাকে অতিক্রম করে উতলা করে।
সমার্থক শব্দাবলি: অধীর, অশান্ত, আকুল, উতলা, ক্ষুভিত।
উদাহরণ:

২. যা স্বাভাবিক দশাকে অতিক্রম করে অবিন্যস্ত করে তোলে এমন।
সমার্থক শব্দাবলি:
অবদ্ধ, অবিন্যস্ত, বিলুলিত, এলো।
উদাহরণ: