আলা
বানান বিশ্লেষণ:
আ+ল্+আ
উচ্চারণ: [a.la]
[আ.লা]।
শব্দ-উৎস:
সংস্কৃত আলোক>প্রাকৃত আলোঅ>বাংলা আলা (আল +আ)
পদ:
বিশেষণ।
অর্থ:
আলোকিত, দীপ্ত, আলোকময়।
উদাহরণ:
হৃদিকমলাসন শূন্য করলি রে, কনকাসন কর আলা !
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী ৪।১৪]