অলস
বানান বিশ্লেষণ: +
ল্+অ+স্+অ
উচ্চারণ: [ə.lə.sə] [অ.ল.]  [ə= তীর্যক অ। অ-এর উচ্চারণ দীর্ঘ হবে]
শব্দ-উৎস:
সংস্কৃত অলস>বাংলা অলস
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ:
কর্ম-সম্পাদনে চেষ্টা করে না, এই ভাবার্থে- অলস, কুঁড়ে, উদ্যোমহীন। ভানুসিংঠাকুরে পদাবলিতে উচ্ছলতা নেই এই অর্থ ব্যবহার করা হয়েছে 'অলস যমুনা'।

উদাহরণ: অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহি রে ।   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।৬]