অমৃতধার
বানান বিশ্লেষণ:
অ+ম্+ঋ+ত্+অ+ধ্+আ+র্+অ
উচ্চারণ: [ə.mri.t̪ə.d̪ʰa.rə]
[অ.মৃ.ত.ধা.র]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত অমৃত>বাংলা অমৃত +
সংস্কৃত ধার>বাংলা ধার।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
অমৃত {অ-√মৃ
(বিনাশ হওয়া) + ত (ক্ত),
কর্তৃবাচ্য}
+ধার {√ধারি
√ধারি
{√ধৃ
(ধারণ করা) + ই
(ণিচ)}
+অ, ভাববাচ্য}
পদ:
বিশেষ্য।
অর্থ:
অমৃততুল্য ধারা।
উদাহরণ:
ঢালে ইন্দু অমৃতধার বিমল রজতভাতি রে।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৮।৬]