অমৃতরস
বানান বিশ্লেষণ:
অ+ম্+ঋ+ত্+অ+র্+অ+স্+অ
উচ্চারণ: [ə.mri.t̪ə.rə.sə]
[অ.মৃ.ত.র.স]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত অমৃত>বাংলা অমৃত +
সংস্কৃত রস>বাংলা রস।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
অমৃত {অ-√মৃ
(বিনাশ হওয়া) + ত (ক্ত),
কর্তৃবাচ্য}
+রস {রস্
(আস্বাদন)
+অ (অচ), কর্মবাচ্য}
অমৃতের রস/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য।
অর্থ:
অমৃত অধিষ্ঠিত আছে এমন রস।
উদাহরণ:
বতোঁহার পীরিত বিমল অমৃতরস হরষে করবে পান [ভানুসিংহ ঠাকুরের পদাবলী(গীতবিতান) ৯।১২]