অমৃতসদন
বানান বিশ্লেষণ:
অ+ম্+ঋ+ত্+অ
উচ্চারণ: [ə.mri.t̪ə.sə.d̪ə.nə]
[অ.মৃ.ত.স.দ.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত অমৃত>বাংলা অমৃত +
সংস্কৃত সদন>বাংলা সদন।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
অমৃত {অ-√মৃ
(বিনাশ হওয়া) + ত (ক্ত),
কর্তৃবাচ্য}
+সদন {সদ্
(অবস্থান করা)
+অন (ল্যুট), অধিকরণবাচ্য}
অমৃতের সদন/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য।
অর্থ:
অমৃত অধিষ্ঠিত আছে এমন স্থান।
উদাহরণ:
মধুর বদন অমৃতসদন চন্দ্রমায় নিন্দিছে।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৮।১০]