অমূয়ামঞ্জরী
বানান বিশ্লেষণ: +ম্+উ+য়্+আ+ম্+অ+ঞ্
+জ+অ+র্+ঈ
উচ্চারণ: [ə.mu.a.mən.ɟə.ri] [অ.মু.আ.মন্.জো.রি]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: মিশ্র শব্দ {বাংলা আমুয়া>অমূয়া +সংস্কৃত মঞ্জরী>বাংলা মঞ্জরী}
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অমূয়ার মঞ্জরী
/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য

অর্থ: অমুয়া নাক গাছের মুকুল। উল্লেখ্য, অমুয়া হলো- আমের মতো এক প্রকার ফল ও তার গাছ। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি সংকলিত 'বাঙ্গালা শব্দকোষ' (ভূর্জপত্র, দোলযাত্রা ১৩৯৭ বঙ্গাব্দ) -এই শব্দ সম্পর্কে বলা হয়েছে- "... আমের তুল্য ফল, পাকিলে পীতবর্ণ, কিন্তু চেপটা। গাছের আগ-ডাল সরু বলিয়া নুইয়া পড়ে। এইহেতু নাম। আমুয়া, এমো...ণ (আম +উয়া)।"

উদাহরণ: মধুকর গুন গুন, অমূয়ামঞ্জরী কানন ছাওল রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।২-৩]