অঞ্চল
বানান বিশ্লেষণ: +ঞ্+চ্+অ+ল্+অ
উচ্চারণ: [
ən.cə.] [অন্.চ.ল]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত অঞ্চল>বাংলা অঞ্চল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অঞ্চ্ (গমন করা)+ অল (অলচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
অর্থ: পরিধেয় বস্ত্রের প্রান্তদেশ। মেয়েদের শাড়ি বা এই জাতীয় বস্ত্রের উর্ধ্বাঙ্গের প্রসারিত প্রান্তীয় অংশ। পুরুষের উত্তরীয়, নামাবলী, চাদর ইত্যাদির প্রান্তভাগ।