আঙিয়া
বানান বিশ্লেষণ: +ঙ্+ই+য়্+আ
উচ্চারণ: [a.ŋi.a] [আ.ঙি.আ]।   [আ দীর্ঘ হবে]
শব্দ-উৎস: সংস্কৃত অঙ্গিকা>প্রাকৃত অংগিআ>আঙ্গিয়া>বাংলা আঙ্গিয়া>আঙিয়া
পদ: বিশেষ্য
অর্থ: স্ত্রীলোকের ঊর্ধ্বাঙ্গে পরিধানের উপযোগী ছোট জামা, কাঁচুলি।
উদাহরণ: পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫।৩]