আঁখ
বানান বিশ্লেষণ:
আঁ+খ+অ
উচ্চারণ: [ã.kʰə ]
[আঁ.খ]।
[ə=
তীর্যক অ। আ দীর্ঘ হবে]
শব্দ-উৎস:
সংস্কৃত অক্ষি>প্রাকৃত অক্খি, অংখি>বাংলা
আঁখি।
পদ: বিশেষ্য
অর্থ: চক্ষু, চোখ
উদহারণ: দেখ না পাওয়ে, আঁখ ফিরাওয়ে, গাঁথে বনফুলমালা!
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৯।৬]