অন্তর
বানান বিশ্লেষণ: +ন্+ত্+অ+র্+অ
উচ্চারণ: [ən.ə.rə] [অন্.ত.র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত অন্তর>বাংলা অন্তর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অন্ত-
রা (গ্রহণ করা) + অ (ক), কর্তৃবাচ্য।
পদ: বিশেষ্য
অর্থ: 'আমি' নামক সত্তার ইচ্ছা গৃহীত হয় বা বিরাজ করে যে স্তরে।
সমার্থক শব্দাবলি: অন্তঃকরণ, মন, হৃদয়

উদাহরণ: নয়ন বারিভর, গরগর অন্তর, হৃদয় পুলকপরিপূর ।  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৭।৬]