আও
বানান বিশ্লেষণ :
আ+ও।
উচ্চারণ:
a.o
[আ-ও
শব্দ-উৎস:
মৈথিলি ক্রিয়ামূল
√আ
-আর>বাংলা
ক্রিয়ামূল
√আ+ও=আও
পদ:
ক্রিয়াপদ (সাধারণ বর্তমান কাল, মধ্যম পুরুষ)
অর্থ: সাধারণ বর্তমান কালে মধ্যম পুরুষে এসো অর্থে ব্যবহৃত শব্দ।
সমার্থক শব্দাবলি: আও, আগমন কর,
এস।
উদাহরণ:
ঝটিতি আও তুঁহু হমারি সাথে, বিরহব্যাকুলা বালা । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪। ১৬]
বঁধুয়া, হিয়া-'পর আও রে! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬।১]
হরিণনেত্রে বিমল হাস, কুঞ্জবনমে আও লো॥ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।৪]
অনেক ক্ষেত্রে দ্বিরুক্ত শব্দ হিসেবে, কাছে আসার আকুল আহ্বান হিসেবে 'আও আও' ব্যবহৃত হয়েছে।
বিসরি ত্রাস-লোকলাজে সজনি, আও আও লো॥ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।২]
আও আও সজনিবৃন্দ, হেরব সখি শ্রীগোবিন্দ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৮।১১]