আওয়ে
বানান বিশ্লেষণ:
আ+ও+য়্+এ
উচ্চারণ: [ə.oe]
[আ.ওয়ে]।
[ə=
তীর্যক অ। আ দীর্ঘ হবে]
শব্দ-উৎস:
মৈথিলি
ক্রিয়ামূল
√আ
-আর>বাংলা
√আ>আওয়ে
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√আ
(আগমন করা)+ ওয়ে
পদ: ক্রিয়া (ঘটমান বর্তমান)
উদাহরণ:
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া [ভানুসিংহ
ঠাকুরের পদাবলী (গীতবিতান)
৫।২]