আওলি
বানান বিশ্লেষণ: +ও+ল্+ই
উচ্চারণ: [ə.o.li] [আ.ও.লি]।   [ə= তীর্যক অ। আ দীর্ঘ হবে]
শব্দ-উৎস: মৈথিলি ্রিয়ামূল আ -আর>বাংলা আ>আওলি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: আ (আগমন করা)+ওলি
পদ: ক্রিয়া (সাধারণ অতীত)
অর্থ: এলি, আসিলি।
উদাহরণ: যুগ-যুগ-সম কত দিবস ভেল গত, শ্যাম, তু আওলি না  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬
৩]