আওল
বানান বিশ্লেষণ :
আ+ও+ল্+অ।
উচ্চারণ:
a.o.lə
[আ-ও.ল
শব্দ-উৎস:
মৈথিলি ক্রিয়ামূল
√আ
-আর>বাংলা
ক্রিয়ামূল
√আ+ওল=আওল
পদ:
ক্রিয়াপদ
অর্থ: সাধারণ বর্তমান কালে 'আসা' ব্যবহৃত শব্দ।
সমার্থক শব্দাবলি: আওল,
এল, আগমন করলো।
উদাহরণ:
কহল, সজনি শুন বাঁশরি বাজে, কুঞ্জে আওল কালা[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৯।৭]
বসন্ত আওল রে! [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।১]
বিরহবিষে দহি বহি গল রয়নী নহি নহি আওল কালা । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।২]
মধ্যযুগীয় বাংলা:
দধি মন্থধ্বনি, শুনইতে নীলমণি/ আওল সঙ্গে বলরাম [৯/অজ্ঞাত। পদরত্নাবলী। রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীশচন্দ্র-সম্পাদিত। (আনন্দ পাবলিশার্স লিমিটেড, বৈশাখ ১৩৯৭)]
জোগী বেস ধরি আওল আজ [শ্রীরাধার উক্তি/ বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলী/শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত (সাহিত্য সংসদ, মাঘ ১৪০৬)। পৃষ্ঠা : ১২৭]