আপিয়া
বানান বিশ্লেষণ: আ+প্+ই+য়্+আ
উচ্চারণ: [a.pi.a] [আ.পি.আ]।   
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল Öি{Ö (গমন করা) +ই (ণিচ)}>প্রাকৃত Öঅপ্‌প>বাংলা Öআপ্>আপিয়া
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öআপ্ (অর্পণ করা) +ইয়া।
পদ: অসমাপিকা ক্রিয়া
অর্থ: অর্পণ করিয়া, অর্পণ করে, স্থাপন করে।
উদাহরণ: অধর উঠই কাঁপিয়া সখিকরে কর আপিয়া   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ২।]