পথতরু
বানান বিশ্লেষণ:
প্+অ+থ্+অ-ত্+অ+র্+উ
উচ্চারণ: [pə.t̪ʰe.t̪ə.ru]
[প.থ.ত.রু]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত পথ>বাংলা পথ + সংস্কৃত
তরু>বাংলা তরু।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
পথ {√পথ্
(প্রক্ষেপ গতি)+ অ (ঘঞর্থে),
কর্তৃবাচ্য}
+তরু {√
পথ-পার্শ্বস্থ যে তরু/মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
পদ:
বিশেষ্য
অর্থ:
পথের পাশে অবস্থিত বৃক্ষ।
উদহারণ:
দমকত বিদ্যুত, পথতরু লুণ্ঠত, থরথর কম্পিত দেহ। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৪]