আসব
বানান বিশ্লেষণ: +স্+অ+ব্+অ
উচ্চারণ: [a.sə.bə] [আ.স.ব]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত আ-Öবিশ্ (প্রবেশ করা)>প্রাকৃত আ-Öইস >বাংলা আ-ইস>Öআইস>Öআস>আসব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öআস (প্রবেশ করা, আগমন করা)+ব
পদ: ক্রিয়া
(সাধারণ ভবিষ্যৎ)
অর্থ: আসব, আসিব।

উদাহরণ: হিয়ে হিয়ে অব রাখত মাধব, সো দিন আসব সখি রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৩।১৩]