বাঁধহ
বানান বিশ্লেষণ: ব্+আ+ঁ+ধ্+অ+হ্+

উচ্চারণ: [bã.ʰə.ɦə [বাঁ.ধো+হ]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূলবন্ধ্>প্রাকৃত বাঁধ্>বাংলা বাঁধ্>
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বাঁধ্ (বন্ধন)+অহ
পদ: ক্রিয়া
(বর্তমান অনুজ্ঞা)
অর্থ: বেঁধে নাও, বেঁধে দাও (অনুজ্ঞা, অনুরোধ)
উদাহরণ:
উরহি বিলুণ্ঠিত শিথিল চিকুর মম বাঁধহ চম্পকমাল। [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।১০]