বাজ
বানান বিশ্লেষণ: ব্+আ+জ্+অ+ত্+অ
উচ্চারণ: [ba.ɟə.ə] [বা.জ.ত]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: প্রাকৃত ক্রিয়ামূল Öজ্জ >বাংলা Öবাজ্ >বাজত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Öবাজ্ (বাদিত হওয়া)+অত
পদ: ক্রিয়া (ঘটমান বর্তমান কাল)
অর্থ:
বাদিত হ‌ইতেছে, বাজিছে
উদাহরণ: চমকি গহন নিশি, দূর দূর দিশি বাজত বাঁশি সুতানে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী(গীতবিতান) ৯।৯]