বালা
বানান
বিশ্লেষণ:
ব্+আ+ল্+আ
উচ্চারণ: [ba.la]
[বা.লা]।
শব্দ-উৎস:
সংস্কৃত বাল>বাংলা বালা (আ প্রত্যয় (স্ত্রীলিঙ্গে)
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
বাল {√বল্
(ধারণ করা) +অ
(ণ), কর্তৃবাচ্য}
+আ
পদ:
বিশেষ্য।
অর্থ:
মানুষের অল্পবয়ষ্ক কন্যা সন্তান, বালিকা, কুমারী।
সমার্থক শব্দাবলি:
বালিকা, বালি।
উদাহরণ:
ঐস বৃথা ভয় না কর বালা ভানু নিবেদয় চরণে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।১৫]
ঝটিতি আও তুঁহু হমারি সাথে, বিরহব্যাকুলা বালা । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৪
কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে বালা বিরহবিষণ্ণ॥ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৯
তৃষিত নয়ানে বনপথপানে নিরখে ব্যাকুল বালা— [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৯]
মালতিমালা রাখহ বালা ছি ছি সখি মরু মরু লাজে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৩।৬]