বালি 
বানান বিশ্লেষণ: ব্+আ+ল্+ই
উচ্চারণ: [
ba.li] [বালি]।   
শব্দ-উৎস:
সংস্কৃত বাল (বালক)>বাংলা বালি (ই প্রত্যয় (স্ত্রীলিঙ্গে) ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বাল {বল্ (ধারণ করা) +অ (ণ), কর্তৃবাচ্য} +ই (স্ত্রীলিঙ্গে) ।
পদ: বিশেষ্য।
অর্থ: মানুষের অল্পবয়ষ্ক কন্যা সন্তান, বালিকা।
সমার্থক শব্দাবলি: বালিকা, বালি।
উদাহরণ:
বালিহৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ২।১০]